একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর শপথগ্রহণ করতে রাজধানী ঢাকায় গেছেন বরিশাল-৫(সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম। বুধবার (০২ জানুয়ারি) বেলা ৩টার দিকে বরিশাল বিমানবন্দর থেকে একটি ফ্ল্যাইটে রওনা দিয়ে রাজধানীতে যান।
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক এর আগে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত নিজ বাসায় ১৪ দলের নেতাকর্মী, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন।
এই নেতার কাছের এক কর্মী জানিয়েছেন- শপথগ্রহণের জন্য তাকে দ্রুত রাজধানীতে যেতে বলে হাইকমান্ড। মুলত সেখান থেকে খবর আসার পরপরই তিনি বরিশালের ১৪ দলের নেতাকর্মীদের সাক্ষাত দেন। পরবর্তীতে বিকেলে বিমানেযোগে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন।’
(Visited ৪ times, ১ visits today)