শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পংকজ নাথ’র বিপুল বিজয়ে পরম করুণাময়ের নিকট শুকরিয়া জানিয়ে মেহেন্দিগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় পাতারহাট মুক্তিযোদ্ধা উদ্যানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পংকজ নাথ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহেব হোসেন সরদার, এছাহাক খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, বিশিষ্ট শিল্পপতি শ্রীপুরের কৃতি সন্তান কাজী ওয়াহেদুজ্জামান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস বেপারী, আঃ জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাজী, কাজীরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আঃ জব্বার খা, ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান আঃ জলিল, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা, ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, কাউন্সিলর নুরুল হক জমদ্দার, কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, কাউন্সিলর সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর মিতা রানী দাস, কাউন্সিলর ফরিদা জেসমিন জেবা, কাউন্সিলর রোকসানা বেগম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য পংকজ নাথ’র সুস্বাস্থ্য কামনায় এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।