ঝালকাঠি পৌরসভার একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুন সরিয়ে ফেলার অভিযোগে পৌরসভার ফটোকপি অপারেটর মো. আ. রাজ্জাক খন্দকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে ১৯৯২-এর পৌর কর্মচারীর চাকরির বিধিমালা ৪০(ছ) এর ধারায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় কাউন্সিলর তরুণ কর্মকারকে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনা করা হয়েছে। এতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, সচিব শাহিন আকতার, হাফিস আল মাহমুদ, প্রকৌশলী নাজমুল, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফকে সদস্য করা হয়েছে।
এ ব্যাপারে আ. রাজ্জাক খন্দকার বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি গোপন করার অভিযোগ মিথ্যা। তাদের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরেই এ ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে সরিয়ে দিতে একটি পক্ষ এমন নাটক সাজিয়েছে।
পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, তার কক্ষ থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দুটি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এর পূর্বে তাকে কোনো শোকজ করা হয়নি।