বয়সের ভারে ন্যুব্জ শতবর্ষী আদরমনি। চলাফেরাও করতে পারেন না ঠিকমতো। ছানিজনিত সমস্যার কারণে চোখেও দেখেন কম। শরীরে নানা রোগ বাসা বেধেছে। ভোট কেন্দ্রও অনেকটা দূরে। তবে দমে যাননি শতবর্ষী আদরমনি। সকালে কনকনে শীত উপেক্ষা করে নাতনির হাত ধরে ভোট কেন্দ্রে গিয়েছেন। পছন্দমতো ভোটও দিয়েছেন।
আদরমনির বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগড়বাড়ি এলকায়।
স্থানীয়রা জানান, রোববার (৩০ ডিসেম্বর) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্য ভোটারদের সঙ্গে নাতনির হাত ধরে লাইনে দাঁড়ান শতবর্ষী আদরমনি (ভোটার নম্বর -৮৩৪)। তবে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বয়সের কারণে তাকে আগে ভোট দেয়ার ব্যবস্থা করে দেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।
শতবর্ষী আদরমনি জানান, আর ভোট দেয়ার সুযোগ পাব কি-না জানি না। বাইচ্যা যখন আছি মোর ভোটটা মুই দিয়া যাই।’
(Visited ২ times, ১ visits today)