আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোটারেরা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। দু–একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে নিজ নির্বাচনী কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার উদয়ন প্রি–ক্যাডেট একাডেমিতে ভোট দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তাঁর নির্বাচনী এলাকায় জনগণ যে রায় দেবেন, তা তিনি মেনে নেবেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
(Visited ১ times, ১ visits today)