বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মনছুরা খাতুন। পদোন্নতির পূর্বে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক ছিলেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের এক আদেশে নির্বাহী পরিচালক পদে তাকে পদোন্নতি দেয়া হয়।
মনছুরা খাতুন নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন মনছুরা খাতুন।
(Visited ১ times, ১ visits today)