জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন শিক্ষার্থী। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।
তিনি জানান, এবার পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ৬১ হাজার ৩০০ জন। পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৬৯ জন, পাসে ছাত্র ৫১ হাজার ৫৬৬ জন আর ছাত্রী ৫৯ হাজার ৯০৩ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষাবোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে।
গত বছর বোর্ডে পাসের হার ছিলো ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ৭৩ তবে জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৫২৫ জনের।
(Visited ৪ times, ১ visits today)