ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে ভোলায় তরুণদের গণজোয়ার উঠেছে। এ আসনের কয়েক হাজার তরুণ আগামী নির্বাচনে তাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে নৌকা মার্কায় দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
রোববার বিকেলে ভোলা শহরের বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে ‘আমরা নতুন প্রজন্ম, ভোলা’-এর আয়োজনে এক সমাবেশে তরুণরা এ অঙ্গিকার করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, তরুণ প্রজন্মের জন্য চাকুরীর ব্যবস্থা করা হবে। কোনো শিক্ষিত তরুণ যদি ব্যবসা করতে চায়, তাহলে তাদেরকে লোন দেয়া হবে। দেশে কোনো বেকার থাকবে না।
তিনি বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে তরুণ প্রজন্মের ভবিষ্যত উজ্জল হবে। তরুণ প্রজন্ম আইটি সেক্টরে কাজ করবে। ঘরে বসে টাকা আয় করবে। আর বিএনপিকে ভোট দিলে তরুণ প্রজন্ম ধ্বংস হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৭০-এর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে ম্যানডেড দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আগামী ৩০ ডিসেম্বর আবার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলায় পরিণত করব। এটাই হলো আজকের দিনে আমাদের অঙ্গিকার।
এ সময় মন্ত্রী সামনে উপস্থিত কয়েক হাজার তরুণকে উদ্দেশ্য করে বলেন, তরুণ প্রজন্ম, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে ভবিষ্যত উজ্জল করবে কি না। তখন উপস্থিত সকল তরুণ হাত উচিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
সাবেক ছাত্রলীগে সহ-সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
পরে বাণিজ্যমন্ত্রী সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের তার নির্বাচনী আরেকটি পথ সভায় যোগ দেন।