শুক্রবার , ২১ ডিসেম্বর ২০১৮ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালের চারটি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২১, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ

বরিশালের চার সরকারি স্কুলে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে ফলাফল স্কুল বোর্ডে টাঙিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রাত ১০টায় প্রথম ফল প্রকাশ করে শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। পরীক্ষায় অংশ নেয় ৫০১জন শিক্ষার্থী।

রাত পৌনে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাতেই ফলাফল সীট বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফল প্রকাশের আগ পর্যন্ত স্কুলের সামনে অভিভাবকদের উপচেপরা ভীড় ছিল। স্কুলে ভর্তির জন্য ৬৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। ভর্তির সুযোগ পেয়েছে ১২০ জন।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বেগম হিরো রোকসানা জানান, বিদ্যালয়ের দুই সিফট ২৪০ আসনের জন্য ১ হাজার ১২৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী বেশি হওয়ায় খাতা মূল্যায়নে সময় লেগেছে।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন জানান, রাত একটু বেশি হলেও রাতেই ফল প্রকাশ করা হয়। অনেক অভিভাবক গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে ফলাফল দেখে বাড়ি ফিরেছেন। তবে স্কুল বোর্ডে ফলাফল সীট টাঙিয়ে দেওয়া হয়। ১৯ তারিখ সকাল বেলাও স্কুলে এসে ফল জানতে পারবে অভিভাবকরা।

সরকারি বালিকা বিদ্যালয়ের দুই সীফটে ২৪০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২৪২জন শিক্ষার্থী অংশ নেয়। মেধা তালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পেয়েছে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি