রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী:
নেইয়মার ডি সিলভা সান্তস জুনিয়র।। বয়স মাত্র ২৪ বছর।।এই কয়েক দিন আগেই ব্রাজিলকে জিতিয়েছেন অধরা অলিম্পিক সোনার মেডেল।।যা পারেনি ব্রাজিলের অনেক সুপারস্টার।।আজ তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন নিজেকে।।ব্রাজিলের হয়ে ৪র্থ খেলয়ার হিসাবে ৫০ গোল করার রেকর্ড করেন তিনি।।কয়েক দিন আগেই বলেছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জেতার ইচ্ছার কথা।।আর সেটা করতে পারলে তিনি হবেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা।।
(Visited ১৯ times, ১ visits today)