শুক্রবার , ২১ ডিসেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাস-থ্রি হুইলার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ১২

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২১, ২০১৮ ২:২০ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ১২ যাত্রী নিহত ও অপর ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুরের নীমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখের দুই ছেলে জানে আলম (৩৭) ও আকাব্বার শেখ (৩৩), শুকতাইল গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজীব মোল্লা (২১), চন্দ্র দিঘলিয়া গ্রামের সোলেমান সিকদারের ছেলে জগলু সিকদার (৩০) ও আব্বাস মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৫) এবং শুকতাইলের রং-মিস্ত্রী আল-আমিনের ছেলে নয়ন শেখ (১১), মেয়ে মরিয়ম খানম (৮), শালিকা মেঘলা (৯) ও শাশুড়ি রেনু বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চন্দ্র দিঘলিয়াগামী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন বাস ও থ্রি-হুইলার মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১০ জন নিহত হন।

খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত