একাদশ জাতীয সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার দুটি আসনের আইন-শৃঙ্খলা রক্ষার্থে খুলনা থেকে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় সারা দেশের মতো ঝালকাঠির চার উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়।
ঝালকাঠি সদরে ২ প্লাটুন, রাজাপুর উপজেলার জন্য ২ প্লাটুন, নলছিটি উপজেলার জন্য ১ প্লাটুন ও কাঁঠালিয়ায় ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২১) খুলনার লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে নির্বাচন কমিশনের নির্দেশে এই বাহিনী নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত দায়িত্বে কাজ করবে। জেলার ২টি সংসদীয় আসনের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
(Visited ১ times, ১ visits today)