আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার বিপ্লব বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করবেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন।’
বিপ্লব আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে তাও বাস্তবায়ন করবে
(Visited ২ times, ১ visits today)