রির্পোটঃনুরে আলামিন বাপ্পি.
বরিশালে এই প্রথম ক্রোকারিজ ও ইলেকট্রনিকস এর ডুপলেক্স শোরুম।বরিশাল স্কয়ার,,নামটি বরিশালের মানুষের কাছে নতুন হলেও খুব দ্রত স্থান করে নিয়েছে বরিশালবাসীর মনে।। বরিশালবাসীর দোরগোড়ায় মানসম্মত পন্য পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে গত ৬ই জানুয়ারি সকাল ১১ টায় যাত্রা শুরু করে বরিশাল স্কয়ার।।সি এন্ড বি ১নং পুলের পাশেই শোরুমটি করা হয়েছে।।প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত খোলা থাকে।।এখানে ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে সকল উপহার সামগ্রী পাওয়া যায়।। স্টাফদের দারুন ব্যবহার মুগ্ধ করছে সবাইকে।।যে কোন প্রয়োজনে ঘুরে আসতে পারেন বরিশাল স্কয়ারে।।
(Visited ২ times, ১ visits today)