একের ভেতর তিন! এমন এক সুযোগের সামনে বাংলাদেশ। এর আগে দুই অধিনায়কের হাতে দুই ট্রফি বাংলাদেশ দেখেছে। এবার সুযোগ এসেছে, দুই অধিনায়কের সামনে তিন ট্রফি দেখার। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো একই সিরিজে তিন ফরম্যাটের সব কটি ট্রফি জেতার প্রথম স্বাদ পাবে। ট্রেবল, ফুটবলে বিশেষ সম্মানের। ক্রিকেটে অবশ্য এমনটা বলার চল নেই। না থাকলে কী, এ তো ট্রেবল জয়ই!
২০০৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরুর পর এ পর্যন্ত পূর্ণ সিরিজ দলগুলো কম খেলেনি। সে তুলনায় খুব বেশিবার এমনটা ঘটেনি। এখন পর্যন্ত ৩৩ বার শিরোপাত্রয়ী জেতার ঘটনা ঘটেছে। সর্বোচ্চ সাতবার এমন ট্রেবল জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ও পাকিস্তান জিতেছে ছয়বার করে। পাঁচবার করে ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জিতেছে দুবার। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে। এবার বাংলাদেশের সামনে সেই সুযোগ।
বাংলাদেশ এর আগেও শিরোপাত্রয়ী জেতার সুযোগ পেয়েছিল। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেমন সব জিতেও টি-টোয়েন্টি সিরিজটা জেতা হয়নি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতলেও টেস্টের ট্রফিটা হারাতে হয় ১-০ ব্যবধানে। এ বছর জুলাইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে গেলেও পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে আসে।
আগে না পারলেও এবার বাংলাদেশ উজ্জ্বল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে বলে মনে করেন স্টিভ রোডস। বাংলাদেশ কোচ বললেন, ‘এটা অবশ্যই সম্ভব। খেলা ব্যাপারটা অবশ্য এত সহজ নয়। কখনো আপনি জিতবেন, আবার কখনো এমনভাবে হারবেন যার ব্যাখ্যা পাবেন না। ফলে আগে থেকে অনুমান করার কাজটা করব না। তবে বাংলাদেশ কঠিন লড়াই করবে। ওয়েস্ট ইন্ডিজকে তিন সিরিজেই হারানোটা যে আমরা দারুণ উপভোগ করব, তা আমরা জানি। আবার ওরা ক্যারিবিয়ায় খালি হাতে ফিরে যেতে চাইবে না। দুই মিলে দারুণ লড়াই হবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের শুধু বলতে পারি, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব।’
দল | প্রতিপক্ষ | হোম/অ্যাওয়ে | সাল |
ইংল্যান্ড | শ্রীলঙ্কা | অ্যাওয়ে | ২০১৮ |
দ. আফ্রিকা | হোম | ২০১৭ | |
শ্রীলঙ্কা | হোম | ২০১৬ | |
উইন্ডিজ | হোম | ২০১২ | |
পাকিস্তান | হোম | ২০১০ | |
অস্ট্রেলিয়া | পাকিস্তান | হোম | ২০০৯-১০ |
ইংল্যান্ড | হোম | ২০১৩-১৪ | |
দ. আফ্রিকা | পাকিস্তান | হোম | ২০০৭ |
নিউজিল্যান্ড | হোম | ২০০৭ | |
বাংলাদেশ | হোম | ২০০৮ | |
উইন্ডিজ | অ্যাওয়ে | ২০১০ | |
নিউজিল্যান্ড | অ্যাওয়ে | ২০১২ | |
নিউজিল্যান্ড | অ্যাওয়ে | ২০১৭ | |
বাংলাদেশ | হোম | ২০১৭ | |
উইন্ডিজ | নিউজিল্যান্ড | হোম | ২০১২ |
নিউজিল্যান্ড | উইন্ডিজ | হোম | ২০০৬ |
বাংলাদেশ | হোম | ২০১০ | |
জিম্বাবুয়ে | অ্যাওয়ে | ২০১১ | |
শ্রীলঙ্কা | হোম | ২০১৫-১৬ | |
বাংলাদেশ | হোম | ২০১৬-১৭ | |
উইন্ডিজ | হোম | ২০১৭ | |
ভারত | উইন্ডিজ | অ্যাওয়ে | ২০১১ |
ইংল্যান্ড | হোম | ২০১৬-১৭ | |
শ্রীলঙ্কা | অ্যাওয়ে | ২০১৭ | |
শ্রীলঙ্কা | হোম | ২০১৭ | |
উইন্ডিজ | হোম | ২০১৮ | |
পাকিস্তান | জিম্বাবুয়ে | অ্যাওয়ে | ২০১১ |
শ্রীলঙ্কা | হোম | ২০১১ | |
বাংলাদেশ | অ্যাওয়ে | ২০১১ | |
শ্রীলঙ্কা | অ্যাওয়ে | ২০১৫ | |
উইন্ডিজ | হোম | ২০১৬ | |
উইন্ডিজ | অ্যাওয়ে | ২০১৭ | |
শ্রীলঙ্কা | বাংলাদেশ | অ্যাওয়ে | ২০১৪ |