অনলাইন ডেস্ক// শৈশব ছাড়িয়ে মাত্র কৈশরে পা রেখেছে সানজিদা অক্তার। যে বয়সে ঘুরে বেড়ানোর কথা সেই বয়সেই মৃত্যুর সথে পাঞ্জা লড়ছে ১৩ বছরের কিশোরী সানজিদা। তার দুরন্তপনাকে দমিয়ে বিছানায় বন্দী করে রেখেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।
সানজিদার চিকিৎসক বলেছেন, যতদ্রুত সম্ভব তার অপরেশন করাতে হবে। তবেই তাকে বাঁচানো যাবে । এতে খরচও পড়বে অনেক। এ চিকিৎসায় ভারতে ব্যয় হবে পাঁচ লাখ টাকা।
(Visited ৮ times, ১ visits today)