রবিবার , ১৬ ডিসেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিজয়ের উল্লাসে বর্ণিল সাজে ঢাকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৬, ২০১৮ ২:০০ পূর্বাহ্ণ

৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন। পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। ১৯৭১ সালে এদিন দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি দেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

light
বিজ‌য়ের এ দিন‌টি‌কে স্মরণ করে রাখ‌তে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। আলোকসজ্জায় র‌ঙিন ঢাকা যেন পরিণত হয়েছে বিশাল এক লাল-সবুজের পতাকায়। কিছুক্ষণের মধ্যেই বিজয় আনন্দে মেতে উঠবে বাঙালি জা‌তি, পুরো দেশ।
light
সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। আলোকসজ্জায় র‌ঙিন ঢাকা যেন পরিণত হয় একখণ্ড লাল সবুজের পতাকায়।
light
রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, পল্টন, দৈ‌নিক বাংলা, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙের ও বর্ণের এসব আলোকসজ্জা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই।
light
ব্যাংলাদেশে ব্যাংকের গভর্নর ভবনে চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে। ভবনে বাতির ঝলমলিয়ে ফুটে উঠছে লাল-সবুজের জাতীয় পতাকা, সামনে স্মৃতিসৌধ এর এক পাশে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধারা অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকী ছবি।
light
এ ছাড়াও মতিঝিল শাপলা চত্বর এলাকায় সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জীবন বীমা ভবনসহ বড় বড় স্থাপনা সাজানো হয়েছে। রাস্তার দুপাশের গাছে গাছে বাহারি আলোকরশ্মি। সাদা, লাল, নীল, সোনালী- হরেক রঙের মরিচবাতি। রাজধানীর এ আলোকসজ্জা দেখে মুগ্ধ কর্মব্যস্ত মানুষ। অনেকে ঘুরে ঘুরে দেখছেনে, অনেকে আবার সুন্দর এ দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।
light
বাংলাদেশ ব্যাংকেরে সামনে আলোকসজ্জা দেখছেন কলেজ ক‌বির আহ‌মেদ। তিনি বলেন, ‌‘বিজ‌য়ের মাস ডি‌সেম্বর বাঙা‌লির সম্মা‌নের মাস, মর্যাদার মাস। ১৯৭১ মুক্তিযু‌দ্ধের মাধ্য‌মে আমরা এক‌টি লাল সবু‌জের পতাকা পে‌য়ে‌ছি। পে‌য়ে‌ছি একটা দেশ। বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণিল সা‌জে সাজানো হয়ে‌ছে। মনোমুগ্ধকর আলোকসজ্জা ‌দেখ‌তে বন্ধুদের নিয়ে ঘুর‌তে এসে‌ছি। পু‌রো রাজধানী ‌যেন বিজয়ের আন‌ন্দে আ‌লোর খেলা খেল‌ছে। স্ব চোখে না দেখলে বিশ্বস হ‌বে না।’
(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি