বরিশাল নগরীর বান্দরোড থেকে ভেজাল তেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চাঁদমারি তেলের দোকানদার জাকির(৪০) ও দেলোয়ার ।
স্থানীয় সূত্রে জানায় জাকির দীর্ঘদিন যাবৎ চোরাই তেল ও ভ্যাজাল তেলের ব্যবসা করে আসছে, এর আগেও জাকির একাধিকবার চোরাই তেলে বিক্রির অপরাধে আটক হয়েছিলো।
আজ শনিবার দুপুরে দুই ব্রেল পেট্রোলে ডিজেল মেশানোর সময় হাতেনাতে এ দুজনকে আটক করে বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই মহিউদ্দিন মাহি (পিপিএম)।
(Visited ৩ times, ১ visits today)