রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী:
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসির দল আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল।। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে ঐতিহ্যবাহী দলটি।। এখন পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট অর্জন করছে দলটি।।ম্যাচের শুরু থেকেই মেসিদের চেপে ধরে আক্রমনাত্বক ফুটবল খেলতে থাকে ব্রাজিল।। খেলার ২৫তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল।। নেইমারের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ফিলিপ কৌতিনহো।। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ২ গোলে এগিয়ে যায় ব্রাজিল।। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। জেসুসের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।। ৫৮ মিনিটে ৩য় গোলটি করেন পাওলিনহো।।এ ম্যাচে জয়ের ফলে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের আধিপত্য থাকলেও বিশ্বকাপে যাওয়া শঙ্কায় মুখে পরেছে আর্জেন্টিনা দলটির। । কারণ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে রয়েছে আর্জেন্টিনা।।