বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং বিশেষ অতিথি বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।
এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলঅম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন ,সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু,পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদানকৃত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,সাবেক সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালেক হাওলাদার,সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম বালী,বিএনপি নেতা সৈয়দ শামসুর রহমান সেলিম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম সরোয়ার হাওলাদার,সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল আলম মিঠু মোল্লা,পৌর শ্রমিকদলের সভ্পতি ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল আলম,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম মোস্তফা হাওলাদার, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মীর সিরাজুল ইসলাম চঞ্চল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লোকনাথ মন্দিরের সভাপতি আশিষ কুমার কুন্ডু ছনু,পৌর স্বেচ্ছাসেবদলের সভাপতি ফারুক মল্লিক,উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মীর লিটন,যুবদল নেতা দুলাল বালী,ডাক্তার নাসির সরদার,নাঈম মোঘল,সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মীর আমিনুল ইসলাম লিপু প্রমুখ।
যোগদান শেষে তাদের নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পৌর শহরে নৌকার সমর্থনে মিছিল বের করে। এদিকে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের অনুসারী রাজনীতি ও নির্বাচনী পলিসিমেকার হিসেবে পরিচিত বিএনপির প্রভাবশালী এসব নেতাদের আওয়ামী লীগে যোগদানের ফলে বানারীপাড়ায় রাজনীতিতে নতুন মেরুকরনের সৃষ্টি হয়েছে। এর ফলে এ আসনে গণজোয়ার সৃষ্টি হওয়া নৌকার বিজয় আরও তরান্বিত হবে বলে রাজনৈতিক অভিজ্ঞমহলের অভিমত।