শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বরিশাল ভোলা জেলায় শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নারী ক্যাটাগরিতে সম্মননা পেলেন তৎুমদ্দিন উপজেলার দক্ষিন শম্ভুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা সুলতানা সাথি।
জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যাক্রমের আওয়াতায় রোবার ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আনুষ্ঠিকভাবে এ ক্রেস্ট তুলে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা ও জয়িতারা। অনুষ্ঠানে আরো ৪ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা ভুষিত করে ক্রেস্ট প্রদান করেন। জয়িতা সুলতানা ২০০২ সনে এসএসসি,২০০৪ সনে এইচ,এস,সি এবং বরিশাল সরকারী বিএম কলেজ থেকে মার্স্টাস শেষ করেন। এর আগে পড়াশুনারত অবস্থায় জয়িতা সাথির চাকুরীতে যোগদান করেন। সুলতানা সাথি এ সম্মননা তার মাকে উৎসর্গ করেন।