অনলাইন ডেস্ক ॥ বরিশালের গৌরনদীতে অতিরিক্ত মদ্যপানে ১৫ টি মাদকদ্রব্য আইনে মামলার আসামি আলী ঘরামী (২৮) আজ দুপুরে মৃত্যু বরণ করেছে। সে গৌরনদী পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুন্দরদী গ্রামের মৃত হোসেন ঘরামীর পুত্র ।
পারিবারিক সুত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে অতিরিক্ত নেশা করে অসুস্থ্য হয়ে পরে। সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হসাপাতালে রেফার করেন।
আর্থিক দৈন্যতার কাণে আলী ঘরামীকে বাড়িতে নিয়ে আসেন। শনিবার দুপুর ১২টার দিকে আলী ঘরামীর নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ তাজেল হোসেন জানান, নিহত আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী, কালকিনিসহ বিভিন্ন থানায় ১৫ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
(Visited ১ times, ১ visits today)