ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা ছিল পেসারদের জন্য হতাশার এক সিরিজ। প্রথম টেস্টে তবু একজন পেসার খেলেছিলেন, দ্বিতীয়টিতে তো একজনও ছিলেন না। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে লড়াই। এবারও কি স্পিনাররাই আসল কাজটা করবেন, পেসাররা কি হবেন কেবল দর্শক?
বাংলাদেশ দলের তারকা পেসার রুবেল হোসেন তেমনটা মনে করছেন না। তার বিশ্বাস, টাইগারদের যে পেস আক্রমণ আছে সেটা যথেষ্ট শক্তিশালি এবং ওয়ানডে জেতানোর ক্ষমতা রাখে।
ক্যারিবীয়দের বিপক্ষে ২-০তে জেতা টেস্ট সিরিজে প্রতিপক্ষের ৪০টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। তারা ভালো করায় কি পেসারদের উপর চাপ চলে এলো? রুবেল সেটা মানতে নারাজ।
ডানহাতি এই ফাস্ট বোলার বলেন, ‘না, আসলে আমাদের পরিস্থিতিটা ওইরকম ছিল। আমাদের উইকেটটা ওইভাবে তৈরি করা ছিল, স্পিনারদের ফেভারেই। আর অবশ্যই, স্পিনাররা যখন ভালো করে, পেস বোলাররা খেলতে পারছে না, এটা একটু দুঃখজনক। তারপরও আমার কাছে মনে হয় ওয়ানডেতে এমন হবে না, ওয়ানডেতে একটু আলাদা হবে। উইকেটে ওইভাবে স্পিন থাকবে না। আমার কাছে মনে হয় না ওরকম হবে।’
পেসাররা জেতাতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘অবশ্যই ক্ষমতা রাখে এবং ওয়ানডে জিতিয়েছেও পেস বোলাররা। আপনি যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এই কন্ডিশনেও অবশ্যই জেতাতে পারবে। ওয়ানডেতে উইকেট স্পিন সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যে পেস বোলাররা আছে, এই কন্ডিশনে অবশ্যই ম্যাচ জেতাতে পারবো।’
ওয়ানডেতে বাংলাদেশের ডেথ ওভারের বোলিংটা অনেকটাই নির্ভরশীল রুবেল হোসেনের উপর। রুবেল জানেন, এই সময়টায় বোলিং করা কতটা চ্যালেঞ্জিং। ডেথ ওভারের বোলিং নিয়ে তার বিশ্লেষণ, ‘আমি নয় বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, অবশ্যই একটু অভিজ্ঞতা হয়েছে। তারপর অনেক কষ্ট করছি ডেথ ওভারের বোলিং নিয়ে। কারণ আমার মেইন স্ট্রেন্থ হচ্ছে আমার ডেথ বোলিং। আমাকে ডেথে বল করতেই হবে। এমন সিচুয়েশনে বল করি যেখানে ম্যাচ জেতানোও যায়, আবার ম্যাচ হেরেও যায়। যার কারণে আমাকে আরও বেশি ফোকাস রাখতে হয়। এখন একটু বেশি জোর দিচ্ছি ডেথ বোলিংয়ে।’
ক্যারিবীয়দের মাটিতে সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। এবার তো ঘরের মাঠে খেলা। হোয়াইটওয়াশ করা উচিত? রুবেলের জবাব, ‘আসলে এটা তো বলা যাচ্ছে না। আমরা অবশ্যই সিরিজ জেতার জন্য মাঠে নামবো। ৩-০ বা ২-০ এ ধরনের কোন কিছুই বলা যাচ্ছে না। আমাদের প্রতিটা প্লেয়ার খুব কনফিডেন্ট আছে। ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দেবে।’