জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
৩০০টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৬৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অনলাইনে জমা দিয়েছেন ৩৯ প্রার্থী। তবে অনলাইনে মাত্র ২৩টি ঠিকঠাকভাবে জমা দেয়া হয়েছে। এর মধ্যে ৮টি কাগজপত্র ঠিক নেই। আর ৮টি সম্পূর্ণ খালি জমা পড়েছে।
রাজধানীর তেজগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালু্দ্দীন আহমদ প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
জানা যায়, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে ফরম পূরণ করেন। এরপর ডাউনলোড করে স্বাক্ষর করে পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইলে মেসেজ বা ই-মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হয়।
এসব মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোট ৩০ ডিসেম্বর।