মুখরোচক খাবার রান্নায় সাধারণত লবঙ্গ ব্যবহার করা হয়। কিন্তু এর ব্যবহার শুধু রান্নার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বাহিরেও লবঙ্গর আছে নানা গুণাগুণ।
সু-স্বাস্থ্যে লবঙ্গ নানাভাবে উপকারে আসে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। জেনে নেওয়া যাক ৫টি স্বাস্থ্য উপকারিতায় লবঙ্গ—
দাঁতে ব্যথা
আপনি কি দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। তবে কিছু চিন্তা না করেই দ্রুত লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন। এতে যন্ত্রণা কমবে, পাবেন ব্যথা থেকে মুক্তি।
বমি বমি ভাব
অনেকেই আছেন বাসে চড়তে পারেন না। বমি হয়। এই বমিভাব থেকে মুক্তি দিতে পারে লবঙ্গ। মুখে লবঙ্গ রাখলে আপনার বমি বমি ভাব দূর হয়ে যাবে। তাই বাসে উঠার আঘে একটি লবঙ্গ দাতেঁর মধ্যে রেখে দিন। দেখবেন বমি ভাব দূর হয়ে গেছে।
ফ্লু
এই শীতের সময়ে ফ্লু অথবা ঠাণ্ডার সমস্যায় কম বেশি সবাইকেই ভুগতে হয়। এ কারণে লবঙ্গ দিয়ে পানি ফুটিয়ে নিন। এবার সেটি হালকা গরম হয়ে আসলে সঙ্গে মধু যোগ করে খেয়ে নিন। ভাইরাস জ্বরে কাজে দেবে।
মানসিক চাপ
মানসিক চাপ দূর করে লবঙ্গ। পঞ্চচ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে। লবঙ্গের সঙ্গে তুলসি পাতা, পুদিনা পাতা ও দারুচিনি মিশিয়ে আপনি ফ্লেভার্ড চা তৈরি করে খেয়ে দেখতে পারেন। কাজে দিবে।
সর্দি-কাশি
সর্দি, কাশিতে লবঙ্গ খেলে আরাম পাওয়া যায়। কফ দূর হয়। নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়।