বরিশালের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মনোনয়নপত্র জমা দিলেন ।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ দিকে বরিশাল জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা অজিয়র রহমান’র কাছে তিনি মনোনয়নপত্র জমাদেন। এসময় একত্রিত হয়ে কাজ করে বরিশালে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার কথা বলেন নেতারা।
এ সময় উপস্তিত ছিলেন- বরিশার সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সদর আসনের আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য এড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
(Visited ১ times, ১ visits today)