অনলাইন ডেস্ক// বরিশালে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু ও বিসিবির সিনিয়র এক্সিকিউটিভ সাফাত-আল জাবির।
উদ্ধোধনী ম্যাচে রংপুর বিভাগ টসে জিতে ঢাকা দক্ষিণকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়।
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় দেশের ১০টি বিভাগীয় দল নিয়ে বরিশাল ও খুলনা এবং কক্সবাজার ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। লীগ পর্বের প্রতিটি ম্যাচ হচ্ছে ৩ দিনব্যাপী। আর সেমিফাইনাল ম্যাচ হবে ৪ দিনব্যাপী।
(Visited ১ times, ১ visits today)