মঙ্গলবার , ২৭ নভেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ববি’র দরপত্র আহবানে অনিয়ম, নিয়মনীতি তোয়াক্কা করেনি কতৃপক্ষ

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৭, ২০১৮ ১০:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক// বরিশাল বিশ্ববিদ্যালয়েরে কম্পিউটার সামগ্রী ক্রয়ের দরপত্র আহবানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
বিজ্ঞপ্তিতে সরকারী ক্রয় নীতিমালা বরাত দিলেও নিয়মনীতি তোয়াক্কা করেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ নিয়ে সাধারন সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে ববির নেটওয়ার্কিং এন্ড আইটি পরিচালক স্বাক্ষরিত আহবানকৃত দরপত্রে একটি কম্পানিকে কাজ পাইয়ে দিতে এ কৌশল অবলম্বন করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় গত ১২ নভেম্বর
উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM), ( ইউ/আইটি/ওটিএম/২০১৮-১৯/এস-০১/এন-৮৭) কম্পিউটার সামগ্রী ক্রয়ের দরপত্র আহবান করে। বিজ্ঞপ্তিতে
তিনটি প্যকেজে ইউপিএস সহ কম্পিউটার, স্ক্রিন-সিলিং বক্সসহ প্রজেক্টর এবং ফটোকপিয়ার উল্লেখ করা হয়েছে।

প্রতি প্যাকেজের দরত্রের মুল্য ধরা হয়েছে ৫শত টাকা ও জামানত ধরা হয়েছে ১৫ হাজার টাকা। উল্লেখিত সকল পন্যই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান ব্যতিত বাইরে পাওয়া যায় না। এহেন কাজে কম্পিউটার ব্যাবসায়ীদের প্রতারনার সাথে সাথে ঠকানোও হচ্ছে বলে বলছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

দরপত্র ঘেটে দেখা গেছে তিনটি প্যাকেজের প্রতিটিতেই প্রডাক্ট স্পেসিফিকেশনে ছবি সহ নাম মডেল উল্লেখ করা হয়েছে। যাতে সরকারী ক্রয়নীতিমালার সম্পুর্ন লংঘন করা হয়েছে।

ক্রয় নীতিমালা ২০০৮ এর বিধি ২৯(৩) অনুযায়ি কোন পণ্যের ট্রেডমার্ক, পেটেন্ট, নকশা বা ধরন, country of origin, ইত্যাদি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করার কথা বলা থাকলেও ববি কর্তৃপক্ষ “HP ProDesk 600 Business Series Desktop এর ছবি দিয়ে নির্দিষ্ট করেছে। এই পুরোনো ভার্সন কম্পিউটার বর্তমানে প্রচলিত নয়। শুধুমাত্র নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান ছাড়া পাওয়াও যাচ্ছে না।
বিস্তারিত স্পেসিফিকেশন এ প্রসেসর, চিপসেট এর ক্ষেত্রেও ব্রান্ডের বিকল্প রাখা হয়নি। ৩ বছরেরও বেশী সময় আগে ডিডিআর ফোর র‌্যাম বাজারে আসলেও ডিডিআর থ্রি উল্লেখ করো হয়েছে। মনিটরের ক্ষেত্রে ব্রান্ড নির্দিষ্ট করে এল সি ডি উল্লেখ করা হয়েছে অথচ বেশ কয়েক বছর আগেই বাজারে এলইডি মনিটর পাওয়া যাচ্ছে।
প্রজেক্টর ক্রয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট ব্রান্ডে নাম ও ছবি দেয়া অাছে।
ফটোকপিয়ার ক্রয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট ব্রান্ডে নাম ও ছবি দেয়া অাছে।

আরেকটি বিষয় লক্ষ্যনীয়, অতি স্বল্প সময় পর পরই এসব ইলেকট্রনিক সামগ্রীর মডেলের ভার্সন পরিবর্তন হয়। স্বাভাবিক ভাবেই ক্রেতা সর্বশেষ আপডেট টাই ক্রয় করেন। দাপ্তরিক কয়ের ক্ষেত্রেও মার্কেটে সহজপ্রাপ্য মডেলের ভার্সন অনুযায়ি specification প্রস্তুত করা হয়। বর্তমানে অষ্টম জেনারেশন কম্পিউটার বাজারে থাকা সত্বেও ববি ছষ্ঠ জেনারেশন পুরোনো মডেল ক্রয়ে কেন আগ্রহি তা বোধগম্য নয়।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি