আপনি যদি অনন্য ডিজাইনের চশমা খোঁজেন, তাহলে বার্লিন হচ্ছে আপনার গন্তব্য৷ বার্লিনের কয়েকটি ফার্ম ট্রেন্ডি চশমার ফ্রেম তৈরির জন্য বিখ্যাত৷ এমনকি অনেক আন্তর্জাতিক তারকার চোখে শোভা পায় বার্লিনের চশমা৷
আকর্ষণীয় শেপ, বিরল মেটেরিয়াল এবং উৎপাদনের নতুন পন্থা৷ জার্মানির রাজধানী বার্লিনে তৈরি চশমাগুলো অবশ্যই দৃষ্টিনন্দন৷ লুনেটেস-এর ডিজাইনাররা কোনো চশমাই একহাজার পিসের বেশি বানান না৷ বেলজিয়ামের ফ্যাশন ব্রান্ড কাপারার সঙ্গে কাজ করেন তারা৷
এমনকি রাবার ব্যান্ডওয়ালা চশমাও তৈরি করছেন তারা৷ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্লাউডিয়া ড্রাকসেল বলেন, ‘এগুলোর বিশেষত্ব হচ্ছে, একটি মেটেরিয়াল ব্যবহার করে থ্রিডি প্রিন্টারে এগুলো তৈরি করা হয়েছে৷ আর মজার দিক হচ্ছে, বিভিন্ন রঙের রাবার ব্যান্ড ব্যবহার করা যায়৷’
শুরুর দিকে ভিনেটজ ফ্রেম বিক্রি করতো লুনেটেস৷ পরবর্তীতে ধীরে ধীরে নিজেদের ডিজাইন করা চশমা বিক্রি করতে শুরু করেন তারা, যা গোটা বিশ্বেই এখন জনপ্রিয়৷ অনেক মডেল বার্লিনে আসেন শুধু এই চশমা কিনতে৷
তবে এই খাতের পাইওনিয়ার রাল্ফ আন্ডের্ল৷ ১৯৯৬ সালে আইসি! বার্লিন ব্রান্ড প্রতিষ্ঠা করেন তিনি৷ এটা স্ক্রুবিহীন হালকাওজনের স্টেইনলেস স্টিল ফ্রেম বিক্রি করে৷ বর্তমানে আইসি! বার্লিন জার্মানির রাজধানীর অন্যতম বড় আইওয়্যার নির্মাতা৷ প্রতিষ্ঠানটি উৎপাদনের সবকিছু বার্লিনেই করে৷ রাল্ফ আন্ডের্ল বিশ্বাস করেন এটা অস্বাভাবিক কিছু না যে অনেক স্বাধীন লেবেল এখানে দোকান খুলেছে৷
তিনি বলেন, ‘শহরটিতে এখনো অনেক ইনোভেটিভ স্পিরিট রয়েছে৷ আর এটা তুলনামূলকভাবে সাশ্রয়ী৷ এখানে যে কোনো কিছু রিলাক্সভাবে করা যায়৷ শুরুতেই অর্থের দিকে না তাকালেও চলে৷ অন্য অনেক শহরে অনেক দ্রুতগতিতে আগাতে হয়৷ কিন্তু বার্লিনে সহজে, ধীরেসুস্থে সিরিয়াস বিজনেসের দিকে যাওয়া যায়৷’
ব্যবসায়ীরা মনে করেন, বার্লিনে তৈরি চশমা শুধু ব্যবহারকারীর দেখার সুবিধাই নিশ্চিত করে না, তাদের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়৷ সূত্র : ডিডব্লিউ।