সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল (সদর)-৫ আসনে হিরণপত্নী নয়,নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৬, ২০১৮ ১:৪৮ পূর্বাহ্ণ

বরিশাল বিভাগের ছয়টি জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে এখন পর্যন্ত ছয়টি আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দলটি। এর মধ্যে চারটি আসন থেকে বর্তমান সংসদ সদস্য মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন।

তারা হলেন: বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, পটুয়াখালী-৩ আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর, পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য এ.কে.এম আউয়াল (সাইদুর রহমান) এবং পটুয়াখালী-৪ থেকে সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার।

ওদিকে অঘোষিত বাকি আসনের বিষয়ে সোমবার খোলাসা করবে আ.লীগ বলে ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ২১টি আসনের মধ্যে পটুয়াখালী-২ আসনটি আ.লীগ প্রার্থীর জন্য রেখে দিলেও বাকি পাঁচটি আসন আ.লীগের শরিক মহাজোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

মহাজোটের জন্য রেখে দেয়া আসনগুলো হচ্ছে বরিশাল-৩, বরিশাল-৬, পটুয়াখালী-১, পিরোজপুর-২, পিরোজপুর-৩। আর মামলা সংক্রান্ত জটিলতায় বর্তমান চিফ হুইপ আ.স.ম ফিরোজের সম্ভাব্যতায় পটুয়াখালী-২ আসনটিতে প্রার্থিতা ঘোষণায় বিলম্ব করা হচ্ছে।

এদিকে রবিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম এবং মুখেমুখে নানাজনের প্রার্থিতার কথা ছড়িয়ে পড়ে। এমনকি প্রথমে গণমাধ্যমগুলোয় বরিশাল-৫ আসনে বর্তমান সাংসদ জেবুন্নেছা আফরোজ মনোনয়ন পেয়েছেন বলে সংবাদ প্রচার করলেও বিকালে তা পরিবর্তন করে ওই আসনে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নাম প্রচার শুরু করে। একই অবস্থা হয় পটুয়াখালী-৩ আসনে। সেখানে বর্তমান সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গিরের নাম প্রচার হলেও পরে এসএম শাহজাদা সাজুর নাম প্রচার করা হয়।

সর্বশেষ তথ্যমতে, বরিশালের ১৫টি আসনে মনোনয়ন পেয়েছেন বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ২০০৮ সালে সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দিতা করেছিলেন তিনি।

২০১৪ সালে প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সহধর্মীনি বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজকে প্রার্থী করা হলেও এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাবেক এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের উপর আস্থা রেখেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

জাহিদ ফারুক শামীম দলের মনোনয়নের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি