সারা দেশে এখন বইছে নির্বাচনের হাওয়া। দলগুলোর মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা ছিল বরিশালের ২১ আসনে কে দলের টিকিট পাচ্ছেন তা জানার। কোন দল আগে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল।
অবশেষে ক্ষমতাসীন আওয়ামী লীগই প্রথম মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেয়া শুরু করল। তবে বরিশালের সবগুলো আসনের প্রার্থীতার খবর না জানা গেলেও কয়েকটিতে দুজন করে মনোনয়ন চিঠি পেয়েছেন।
আজ রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে। পরে এসব বিষয় চূড়ান্ত করা হবে।
কোন আসনে আওয়ামী লীগের কে মনোনয়ন পেলেন জেনে নিন:
বরিশাল-১: আবুল হাসনাত আব্দুল্লাহ
বরিশাল-৪: পঙ্কজ দেবনাথ
বরিশাল-৫: জেবুন্নেসা আফরোজ/ কর্নেল জাহিদ ফারুক শামীম
পটুয়াখালী-৩: এস এম শাহজাদা সাজু/ আ খ ম জাহাঙ্গীর হোসাইন
ভোলা-২: আলী আজম
ভোলা-৩: নুরুন্নবী চৌধুরী শাওন
পিরোজপুর-১: শ ম রেজাউল করিম
ঝালকাঠি-২: আমির হোসেন আমু