শান্তিতে নোবেল জয়ী ভারতের সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শনিবার দক্ষিণপূর্ব দিল্লি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে নোবেল রেপ্লিকা, প্রশংসাপত্র, চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়।
৮ ফেব্রুয়ারি কৈলাশ সত্যার্থীর দিল্লির বাসভবন থেকে এসব জিনিস চুরি হয়েছিল।
চোরদের ফেলে যাওয়া একজোড়া জুতার সূত্র ধরেই নোবেল রেপ্লিকা চুরির রহস্যভেদ করেছে দিল্লি পুলিশ। ঘটনার দিন তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটে। এরমধ্যে একটি বাড়ি থেকে খোয়া যাওয়া একজোড়া জুতা উদ্ধার হয় কৈলাশ সত্যার্থির বাড়ি থেকে। পুলিশ নিশ্চিত হয়, একটি দলই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে।
সেই মতো তদন্ত করেই দক্ষিণ পূর্ব দিল্লির এই দুষ্কৃতিকারীর গ্যাংটির খোঁজ পায় পুলিশ। গ্রেফতারের পর জেরা করতেই উঠে আসে আসল তথ্য। জেরায় তারা স্বীকার করে নেয়, তারাই নোবেল রেপ্লিকা চুরি করেছে। সূত্র: জি-নিউজ।