শুক্রবার , ২৩ নভেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরিবহন সেবা দিলেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৩, ২০১৮ ১১:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরীর বিভিন্ন জায়গায় ১০টির অধিক বাস নিয়মিত সার্ভিস দিচ্ছে, যা চলবে শনিবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত।

বাসগুলো বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলীসহ নগরের বিভিন্ন স্থান ঘুরে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি আনা-নেওয়া করেছে। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিসিসি সূত্রে জানা গেছে। বাসগুলো সঠিকপথে চলাচলের জন্য প্রতিটি বাসে একজন করে ববির ছাত্রলীগ কর্মী ভলান্টিয়ার হিসেবে দায়িত্বপালন করেছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা হেল্প ডেস্কের মাধ্যমে শির্ক্ষার্থীদের আসন খুজে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করেছেন। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরের তিনটি কেন্দ্রে একযোগে ববির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করে মোট পাঁচ হাজার সাত শত ৬৮ জন শিক্ষার্থী। এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে বিকেল ৩টায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয়। ‘গ’ ইউনিটের চলমান এ পরীক্ষায় চার হাজার ২৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। ববির প্রতিটি আসনের বিপরীতে ২০ জন শিক্ষার্থী অংশ নেবে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি