একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে নড়াইল স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে মাশরাফি জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।