মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ন্যাড়া মাথার নায়িকা!

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২০, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নাকি অনেক কিছু করতে হয়। তাই বলে নায়িকাকেও মাথা ন্যাড়া করতে হবে! ন্যাড়া মাথার নায়িকা কী করবেন? সম্প্রতি চরিত্রের প্রয়োজনে মাথা ন্যাড়া করেছেন হলিউডের জয়ি কিং। আর এ অবস্থায় চলাফেরা করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাঁকে।

গত রোববার জয়ি টুইটারে লিখেছেন তাঁর বিমানযাত্রার অভিজ্ঞতা। বিমানে উঠে বসার পর সহযাত্রী তাঁকে দেখে অস্বস্তি বোধ করেছেন। ভেবেছেন, মেয়েটা বুঝি ক্যানসার-আক্রান্ত। সে জন্য তাঁর সব চুল পড়ে গেছে। তাঁর পাশে বসলে যে কারও ক্যানসার হতে পারে! ঘটনা ভাগাভাগি করে জয়ি লিখেছেন, ‘বিমানে উঠে নিজের আসনে বসতেই লোকটা আমার দিকে ফিরে মোবাইল দিয়ে ছবি তুলল। তারপর সেটা পাঠিয়ে দিল তার স্ত্রীকে। সেখানে লিখেছে, “দেখো, এক ক্যানসারের রোগীর পাশে সিট পড়েছে।” কত বড় বোকা!’

জয়ি জানিয়েছেন, চুলের প্রতি তাঁর কোনো প্রেম নেই। চুল না থাকলে কী হবে, সেসব নিয়ে এতটুকুও মাথাব্যথা নেই তাঁর। তিনি লিখেছেন, ‘অনেকেই জিজ্ঞেস করছে, তোমার ভয় লাগেনি? নার্ভাস লাগছে না? কিংবা তোমার সাহস আছে! আমি বলি, আরে ভাই সাহসের কী আছে! আমি তো কেবল চুল কেটেছি।’

এ বছরই মুক্তি পেয়েছে জয়ি কিং অভিনীত ছবি ‘দ্য কিসিং বুথ’। এর আগে তিনি অভিনয় করেছিলেন ‘দ্য কনজুরিং’, ‘স্লেন্ডার ম্যান’সহ আরও কয়েকটি ছবিতে। মার্কিন বিনোদন চ্যানেল হুলুর জন্য একটি অপরাধমূলক সিরিজের প্রয়োজনে মাথা ন্যাড়া করতে হয়েছে জয়িকে। ফক্স নিউজ

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত