ঘরে বসে অনলাইনে দেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্যের ফরমাশ দেওয়া যাবে। ‘ই-প্লাজা’ নামে অনলাইনে পণ্য বিক্রির সাইট চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম অঞ্চলের ১২টি প্লাজাকে ওয়ালটন ই-প্লাজা সেবার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে ‘ই-প্লাজা’ থেকে ওয়ালটন মোবাইল, ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। অনলাইনে পণ্য কিনলে ৮ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এ ছাড়া ওয়ালটন প্লাজার ১৫ কিলোমিটারের মধ্যে ৩০ নভেম্বর পর্যন্ত বিনা খরচে পণ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ক্যাশ অন ডেলিভারি ছাড়াও বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সমর্থন করবে।
ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, অনলাইনের মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, মাউস, কিবোর্ড, পেনড্রাইভসহ সব ধরনের কম্পিউটার-সামগ্রী কেনা যাবে। ই-প্লাজার ঠিকানা eplaza.waltonbd.com