রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩টি পাখির দাম ৩১ লাখ টাকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১৮, ২০১৮ ৯:২০ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণি পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা।

এ সময় আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির দুটি টুকান ও একটি ইলেকটাস প্যারট পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিরল প্রজাতির তিনটি বিদেশি পাখির মূল্য ৩১ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মো. মাসুদুর রহমান (২৯)।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দরের কিছু কর্মচারীর সঙ্গে সংঘবদ্ধভাবে আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির পশু-পাখি বিভিন্ন দেশে পাচার করে আসছে চক্রটি। বিভিন্ন সময় সাদা সিংহ, বিদেশি বানর, চিতাবাঘ, জেব্রাসহ বিরল প্রজাতির মূল্যবান পাখি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কৌশলে নিয়ে আসে তারা। পরে অধিক মূল্যে প্রতিবেশী দেশগুলোতে পাচার করে দেয়।

তিনি বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ টুকান পাখি ও ইলেকটাস প্যারট পাখি বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত