রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী:
রাত পোহালেই ম্যাচ।।দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই ঐতিহাসিক দল ব্রাজিল ও আর্জেন্টিনা।।কাল বাংলাদেশ সময় সকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।। এই ম্যাচে অবশ্যই সবচেয়ে আলোচিত চরিত্র মেসি।। নেইমারের দিকেও ফোকাস থাকছে সমান তালে।।মেসি যেমন আর্জেন্টিনার কান্ডারি।।তেমনি নেইমার ছাড়াও ব্রাজিল ভাবা যায় না।। দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় ১০ ম্যাচ শেষে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।। আর্জেন্টিনা ৬ নম্বরে।। আরেকটি ম্যাচ হারলে তা আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য বড় হুমকি হয়ে দাড়াবে।।
(Visited ১০ times, ১ visits today)