ভারত থেকে দুদিন আগেই বাংলাদেশে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এক মাসের বাংলাদেশ সফরে উইন্ডিজ খেলবে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ে সিরিজ শেষ, এবার বাংলাদেশ তৈরি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। দুই টেস্টের প্রথমটি শুরু ২২ নভেম্বরে, চট্টগ্রামে। শেষটি ঢাকায়। ওয়ানডে সিরিজের প্রথম দুটি মিরপুরে, শেষটি সিলেটে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খারাপ খেললেও বাংলাদেশ দুর্দান্ত খেলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। সীমিত ওভারের দুটি সিরিজই জেতে বাংলাদেশ। এবার দেশের মাঠে টেস্ট সিরিজেও ভালো করে ক্যারিবীয়দের বিপক্ষে জুলাইয়ের হারের প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
তারিখ | খেলা | ভেন্যু |
২২–২৬ নভেম্বর | ১ম টেস্ট | চট্টগ্রাম |
৩০ নভে.–৪ ডিসে. | ২য় টেস্ট | মিরপুর |
৯ ডিসেম্বর | ১ম ওয়ানডে | মিরপুর |
১১ ডিসেম্বর | ২য় ওয়ানডে | মিরপুর |
১৪ ডিসেম্বর | ৩য় ওয়ানডে | সিলেট |
১৭ ডিসেম্বর | ১ম টি–টোয়েন্টি | সিলেট |
২০ ডিসেম্বর | ২য় টি–টোয়েন্টি | মিরপুর |
২২ ডিসেম্বর | ৩য় টি–টোয়েন্টি | মিরপুর |
(Visited ২ times, ১ visits today)