শুক্রবার , ৯ নভেম্বর ২০১৮ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এক ছাদের নিচে মিলবে ১৫০ সেবা

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৯, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ

শিগগিরই ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কেন্দ্র চালু করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিনিয়োগকারীদের কম সময়ে সহজে ব্যবসা পরিচালনার জন্য এ সেবা চালু করবে সংস্থাটি। যেখানে আবেদনেই এক ছাদের নিচে মিলবে ১৫০ সেবা।

এ সেবা চালুর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রাথমিকভাবে সরকারি ছয় সংস্থা ও দফতরের সঙ্গে চুক্তি করেছে বিডা। এসব সংস্থার কাছে ১২ সেবা পাওয়া যাবে। রাজধানীর গুলশানের একটি হোটেল চুক্তি সই অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুলসহ সংশ্নিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিনিয়োগকারীদের টিআইএন নিবন্ধন, ভ্যাট নিবন্ধনসহ কর-সংক্রান্ত সেবা দেবে এনবিআর। ট্রেড সনদ নিবন্ধনের সেবা দেবে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, শেয়ার পরিবর্তন, অনুমোদিত মূলধন বৃদ্ধিসহ পরিচালক পরিবর্তনের সেবা দেবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর এবং ব্যাংকিং কার্যক্রমের সুবিধা দেবে সোনালী ব্যাংক। এ ছাড়া অনলাইন বিনিয়োগ নিবন্ধনের সেবা দেবে বিডা।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ কেন্দ্রে সেবা দিতে আগামীতে মন্ত্রণালয়সহ আরও ৩০ সংস্থা ও দফতরের সঙ্গে চুক্তি হবে। মোট ৩৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে ১৫০টি সেবা সঠিকভাবে দিতে পারবে এ কেন্দ্র। বর্তমানে বিভিন্ন সেবার জন্য বিনিয়োগকারীদের এক মাস থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ কেন্দ্র পরিপূর্ণভাবে চালু হলে তারা সব সেবা এক থেকে ৪৫ দিনের মধ্যে পাবেন। শুরুতে ঢাকা ও চট্টগ্রামে এ সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে বিভাগ, জেলাসহ প্রত্যন্ত গ্রামীণ জনপদে বিনিয়োগের জন্য এ সেবা নিশ্চিত করবে বিডা।

এক স্থানে বিনিয়োগ সেবা দিতে গত ফেব্রুয়ারিতে ওয়ান স্টপ সার্ভিস আইন পাস হয়েছে। এরই মধ্যে সংস্থাটি বিধিমালা প্রণয়ন করেছে। এখন কেন্দ্র চালু করতে চুক্তি করা হচ্ছে। সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলে সেবা দ্রুত মিলবে। এ সেবা চালু করতে কারিগরি দিক নিয়ে বিডার সঙ্গে কাজ করছে বিশ্বব্যাংকের একটি দল। বিডা ছাড়াও দেশে ওএসএস সেবা দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষটি পূনঃবিবেচনার দাবীতে মানববন্ধন।।

এসএসসির প্রশ্নফাঁস রোধে তৎপর থাকবে র‍্যাব-র‍্যাব মহাপরিচালক

বরিশালে কোচিং সেন্টারে অভিযান ৩ কোচিং সেন্টার বন্ধ

সকলকে নিয়ে সুস্থ সুন্দর নগরী হিসেবে ব‌রিশাল‌কে গড়ে তুলবো- খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটির চেয়ে পটুয়াখালী সেবার দিক থেকে এগিয়ে : খোকন সেরনিয়াবাত

পররাষ্ট্রমন্ত্রীও বললেন, যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ

উন্নত বাংলাদেশ গড়তে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

বরিশালের ২২৪ জন মুক্তিযোদ্ধার ভাতা ৫ বছর পর পুনরুদ্ধার করে হস্তান্তর করলেন জেলা প্রশাসক অজিয়র রহমান

ফুলেল শ্রদ্ধায় নায়করাজ, বনানী কবরস্থানে দাফন

সার্জেন্ট পদে জনবল নেবে পুলিশ