অনলাইন ডেস্ক: বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্স পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) সকালে এয়ারপোর্ট থানাপুলিশ ওই এলাকার ভেদুরিয়া খাল সংলগ্ন একটি গাছের নীচ থেকে এ গুলো উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, ঘটনাস্থল থাকা একটি ব্যাগের মধ্য থেকে পাইপগান ও ১২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।
(Visited ২ times, ১ visits today)