র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কর্তৃক পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়ে জেএসসি, পিএসসি ও অন্যান্য পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দিয়ে অর্থ সংগ্রহকারী ০১ জন প্রতারক গ্রেফতার।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগের মাধ্যমের সাহায্য নিয়ে জেএসসি, পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে এবং দেশের শিক্ষা ব্যবস্থার মান ব্যাপক ক্ষতির দিকে সম্মুখীন হচ্ছে। এমন ব্যক্তিদের গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা এবং অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি আভিযানিক দল পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় টহল ডিউটি করাকালীন ০৫ এপ্রিল ২০১৮ তারিখ ০৮.০০
ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন এলাকায় নিজ বাড়ীতে ০১ (এক) জন ব্যক্তি চলমান জেএসসি ও পিএসসি পরীক্ষার ভূয়াঁ প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক
দলটি ০৫ এপ্রিল ২০১৮ তারিখ ০৯.৩০ পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন ঠুটাখালীতে ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম জয়ন্ত
মন্ডল(১৮), পিতা জোতিন্দ্র ,মন্ডল, সাংঃ ঠুটাখালী, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুর বলে জানায় এবং সে স্বীকার করে যে, ভূয়াঁ প্রশ্নপত্র সরবরাহের উদ্দেশ্যে বর্ণিত নিজ বাড়ীতে অনলাইনে কাজ করছে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার
নামে ভূয়া ফেসবুক আইডি ও পেইজ রয়েছে। বর্ণিত আসামী কর্তৃক প্রচারিত চঝঈ ঔঝঈ
ঝঝঈ ঐঝঈ ১০০% ঈঙগগঙঘ ঝটএএঊঝঞওঙঘ নামক পেইজে ভূয়াঁ প্রশ্নপত্র বিক্রয়ের জন্য
স্ট্যাটাস দেয়। তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে পড়ে
তার নিকট হতে মোটা অংকের টাকার বিনিময় উক্ত ভূয়া প্রশ্নপত্র ক্রয় করতে উদ্ধুদ্ধ হয়। এরূপ
অনৈতিক কাজ করে ধৃত আসামী বিভিন্ন শিক্ষার্থীদের নিকট হতে বিকাশ ও বিভিন্ন
পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়। সে প্রথমত
বিভিন্ন ফেক একাউন্ট হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র সরবরাহ
করবে বলে পরীক্ষার আগে বিভিন্ন পোষ্ট দিত এবং এর জন্য বিভিন্ন শিক্ষার্থীদের নিকট হতে
অগ্রীম টাকা গ্রহণ করতো। গ্রেফতারকৃত আসামী এই অনৈতিক কাজে নিয়োজিত হয়
বলে স্বীকার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীর দখল হতে উদ্ধারকৃত মোবাইল ফোন, ব্যবহৃত
সিমকার্ড ও আসামীর ফেসবুক আইডি এর তথ্য বিশ্লেষণ করে ধৃত আসামীর সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূঁয়া প্রশ্নপত্র বিক্রির ব্যাপারে সংশ্লিষ্টতা পাওয়া যায়। ধৃত
আসামী উপরোক্ত অপরাধের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণাসহ সরকারের ভাবমূর্তি
ক্ষুন্ন করছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।