সোমবার , ৫ নভেম্বর ২০১৮ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মাদক নির্মূলে মিডিয়ার ভূমিকা প্রশংসনীয়: বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৫, ২০১৮ ৮:৩৭ অপরাহ্ণ

দেশ ব্যাপি মাদক নির্মূলে মিডিয়ার ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরা সব সময় মিডিয়ার গঠন মূলক সংবাদকে প্রধান্য দিয়ে থাকি। পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগন ও মিডিয়া কর্মীদের মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। রবিবার বেলা সাড়ে ৩ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ র্কীতনখোলা মিলনায়তনে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘‘আমরা মাদকের বিরোধী শক্তি’’ বরিশাল বিভাগীয় কমিটির উদ্দেগ্যে অয়োজিত মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথি হিসেবে একথা বলেন রেঞ্জ ডিআইডি বরিশাল শফিকুল ইসলাম,বিপিএম,পিপিএম।

 

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও তারা টিভির বাংলাদেশের নিউজ এডিটর সামসুদ্দোহা প্রিন্সের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ.এ.এম হাফিজুর রহমান, জেলা দায়রা জজ আদালতের সহকারী জজ সাব্বির মোহাম্মাদ খালিদ,জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদ।

 

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম আরো বলেন,পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের প্রত্যেকটি দায়িত্ববান লোককে মাদক নির্মূলে কাজ করতে হবে। যেখানেই মাদক ব্যানিজ্যর সংবাদ পাবেন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এক্ষেত্রে আমার ভাই হলেও কোন ছাড় পাবেনা। সাব্বির মোহাম্মাদ খালিদ তার বক্তব্যে বলেন,মাদক নির্মূলে সঠিক ভাবে আইন প্রয়োগ করা জরুরি হয়ে পড়েছে। বিশেষ অতিথি বক্তব্যে মিয়াজী সেলিম আহম্মেদ বলেন,দেশব্যাপি মাদকের ব্যাপকতা রোধ করতে পুলিশের পাশাপাশি সকল সংবাদকর্মীকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যাবসায়ী কোন প্রভাবশালী ব্যাক্তি হলেও মিডিয়াকর্মীদের মাধ্যমে সমাজের কাছে তার মুখোশ উন্মোচন করতে হবে। সভাপতির বক্তব্যে সামসুদ্দোহা প্রিন্স বলেন,ব্যাক্তিগত উদ্দ্যেগে অত্র সংগঠনের কার্যক্রম শুরু করলেও বর্তমানে দেশব্যাপি ১শ’টি উপজেলা ও ১৯ টি জেলা কমিটি মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। আজ যাত্রা শুরু হলো বরিশাল বিভাগীয় কমিটির। আমরা অতি শিঘ্রই দেশ ব্যাপি সকল জেলা-উপজেলায় আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করবো। তিনি দল মত নির্বি শেষে অত্র কমিটির সাথে সংযুক্ত হওয়ার আহবান জানান।

অনুষ্টানে আরো বক্তব্যে রাখেন,বরিশাল বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মো: আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এম.আর.মন্টু ,যুগ্ন সাধারন সম্পাদক নিকর দাস,দপ্তর সম্পাদক মো: শাখাওয়াত হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক শারমিন জাহান লিজাসহ বরিশাল বিভাগের অধীন বিভিন্ন জেলা উপজেলা কমিটি থেকে আগত সংগঠনের নেতৃবৃন্ধ। অনুষ্টান সঞ্চালনা করেন হান্নান হোসেন অভি। অনুষ্টান শেষে প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আত্মসমর্পন করেন বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড ডেফুলিয়ার বাসিন্দা মৃত: আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মাদক ব্যাবসায়ী শওকত হোসেন হাওলাদার সহ পরিবারের সদস্যরা।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি