সোমবার , ৫ নভেম্বর ২০১৮ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ কর্তৃক ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৫, ২০১৮ ৮:২৩ অপরাহ্ণ

বর্তমান সরকারের মান সম্মত শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ কম্পিউটার বিতরণ করেন মন্ত্রী পদমর্যাদায় ভূষিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এম.পি। এর আগে সকরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হলরুমে ল্যাপটপ বিতরণ পূর্বক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পদমর্যাদায় ভূষিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ বলেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল। বর্তমান সরকারের মান সম্মত শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাইতো বছরের প্রথম দিনে দেশের সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্য পাঠ্য পুস্তক তুলে দিচ্ছেন তিনি। কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নিরালস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। তিনি আরও বলেন- উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হলে সকলকে এক হয়ে শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করতে হবে, তাহলেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সেনার বাংলা।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, শিক্ষক আব্দুল হাই, গীতা বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আঃ রব হাওলাদার, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গোলাম মস্তফা সরদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল হোসেন টিটু তালুকদার, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি