শামীম আহমেদ॥ বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডস্থ শিশুপার্ক কলোনী এলাকা থেকে শতাধিক ইয়াবা সহ নগর গোয়েন্দা পুলিশ(ডিবি)’র হাতে ২ জন আটক করা হয়েছে।
শনিবার রাতে নগরীর আইন শৃঙখলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্র রক্ষা ডিউটি করাকালীন সময়ে টহলরত ডিবি পুলিশ আটক করে বলে ডিবি অফিস থেকে পাঠানে মেইল ও গোয়েন্দা পুলিশের মূখপাত্র ও এসি ডিবি নাসিে উদ্দিন মলিক বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি অফিসের তথ্যমতে জানা গেছে, নগরীর আইন শৃঙখলা পরিস্থিতি ও নগরী থেকে মাদকদ্রব্য উদ্বার অভিযান কালে ডিবি পুলিশের এস আই ফিরোজ আহমেদ সহ একদল ডিবি পুলিশের সদস্য ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ৬নং ওয়ার্ডের গগনগলী শিশুপার্ক কলোনী থেকে মোঃ লিটন হাওলাদার (ওরফে) কাঠ লিটন ও মোঃ মুরাদ খাঁনকে আটক করে।
এসময় তাদের কাছে রক্ষিত অ্যাম্ফিটামিন যুক্ত লাল গোলাপী রংয়ের ৯২ হাজার ৫শত টাকা মূল্যের ১শত ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মডেল কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।