সময়ের আলোচিত শিল্পী এখন আরমান আলিফ। দেশের বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান তার মিউজিক ভিডিও প্রকাশের বিষয়ে বেশ আগ্রহী। তারই ধারাবাহিকতায় এই তরুণ শিল্পীকে ঘিরে এবার ঘটলো নতুন কিছু।
‘রসগোল্লা’ নামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের অভিষেক ঘটলো আরমান আলিফের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে। ১ নভেম্বর ডিজিটাল সল্যুশানের উদ্যোগে তৈরি ভিডিও শেয়ারিং সাইট ‘রসগোল্লা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’।
গানটির কথা ও সুর তৈরি করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। রোমান্টিক ঘরানার এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন শান, শৌমি, আনোয়ার, শামীম, পূর্ণিমা প্রমুখ।
আরমান আলিফের গান দিয়ে ‘রসগোল্লা’র অভিষেক প্রসঙ্গে ডিজিটাল সল্যুশানের কর্ণধার আমিনুল ইসলাম শামির বলেন, ‘‘আরমান আলিফ এখন বেশ জনপ্রিয়। তাই তার গান দিয়েই ‘রসগোল্লা’র শুরুটা করি। ভালো সাড়া পাচ্ছি গানটি প্রকাশের পর। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি সপ্তাহে একটি করে নতুন মিউজিক ভিডিও উপহার দেওয়া।’’
এদিকে আরমান আলিফ বলেন, ‘এটা তো আমার জন্য আনন্দের সংবাদ। আমার গান দিয়েই একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। ‘রসগোল্লা’র জন্য অনেক শুভকামনা।’