রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এক গুচ্ছ সুখ আর অফুরন্ত ভালোবাসা।।

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১:৫৮ পূর্বাহ্ণ

এক গুচ্ছ সুখ আর অফুরন্ত ভালোবাসা.

—————গাজী ফারজানা মুন্নী.

শুভ্রকে নিয়ে আজ অফিসে বেশ হাসি ঠাট্টাই হয়েছে। সবাই মজা নিতে ওস্তাদ। হাসাহাসির কারন টা ছিলো ওর জামাটা ধোয়া হয়নি,বেশ ময়লা তা নিয়ে। কেউ তো একজন বলেই বসেছে;
:: কি শুভ্রসাহেব গায়ের শার্ট টা শেষ কবে ধুয়েছিলেন তা কি মনে আছে?
বলেই সে কি অট্ট হাসি। শুভ্র মুচকি হেসে দিয়ে বাসায় চলে আসলো।
.
.
.
— আসসালামু আলাইকুম। কই গো তুমি? ক্ষুধা লেগেছে তো
__ হ্যা হ্যা ওয়ালাইকুম আসসালাম। আছি তো আমি। রান্না শেষ তুমি ফ্রেস হয়ে এসো আমি খাবার দিচ্ছি।
— ওকে
.
.
__ওই নাও টেবিলে খাবার দিলাম তুমি খেয়ে নাও
— তুমি খাবে কখন?
__আমি ফ্রেস হয়ে আসছি, তারপরেই খাবো
–তাহলে আমি বসছি তুমি এসো
__ আরে না তুমি খেয়ে নাও। আমার ফ্রেস হতে, নামায পরতে দেরি হবে
শুভ্র চুপচাপ খেয়ে নিলো। শুভ্রতা খেতে এসে দেখে শুভ্র ওর জন্য টেবিলেই বসে আছে।
__ কি হলো? খেয়েই টেবিলে বসে আছো যে। ওভার লোড হয়েছে নাকি 😀
— হ্যা তা বলতে পারো । যা সুন্দর রান্না হয়েছে আজ
__ সত্যি বলছো তুমি!
— হ্যা গো হ্যা।
.
শুভ্রতা খাচ্ছিলো আর শুভ্রর কথা শুনছিলো
— জানো আজ অফিসে কি হয়েছে। ওরা সবাই বলাবলি করছিল আজকের শার্ট টাতে নাকি আমায় বেশ মানিয়েছিলো। কি সুন্দর পরিপাটি ছিলো শার্ট টা। আমিও শুনিয়ে দিয়েছি আমার বউ ধুয়ে মুছে ফিটফাট করেছে সুন্দর তো লাগতেই হবে তাই না।
— তুমিও পারো বটে।
__ আরে হ্যা বলবো না। তুমি কত কষ্ট করেছো আর আমি তা বলবো না তা কি করে হয়। একি হা করে আছো কেন? খাও
— তুমি এই তরকারি দিয়ে ভাত খেলে কি করে!!
__ কেন কি হয়েছে। বেশ মজাই তো হয়েছে
— এটা কোন তরকারি হলো। যেমন জ্বাল তেমনি লবনে পোড়া
__ আরে না বিশ্বাস করো অনেক মজা হয়েছে । কিন্তু জ্বাল টা আর লবন টা একটু, শুধু একটু কম হতো যদি বেস্ট হতো আজকের রান্নাটা। সত্যিই বলছি আমি

শুভ্রতা না খেয়েই চুপ করে উঠে গেলো আর ভাবতে লাগলো
.
.
.
— একি তুমি কাদছো যে?
__ শুভ্র তোমার শার্টের হাতে,কলারে তো খুব ময়লা। এ দেখে তোমার কলিগরা নিশ্চই হাসাহাসি করেছে তাইনা। অথচ তুমি আমায় বললে কি এরা নাকি বাহ বাহ দিয়েছে
— ধুর বোকা,তুমি কত কষ্ট করে ধুয়েছো আর ওরা করবে হাসাহাসি। আরে বোকা শার্ট টা তো বেশ পরিষ্কার হয়েছে। কিন্তু তুমি যদি আরেকটু, যাস্ট আরেকটু ভালোবাসা দিয়ে ধুতে দেখতে এটাকে আরো দিগুন বেশি সুন্দর লাগছে 😗
.
.
শুভ্রতা হা করে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছে। মানুষটা সত্যিই সবার থেকে আলাদা। মানুষটা পারতো ওকে বকতে কিন্তু তা করেনি।
.
.
__ আচ্ছা শুভ্র তুমি তো পারতে আমায় বকতে কিন্তু তা না করে এভাবে বুঝি বললে যে
— আরে পাগলী, তুমি কত ভালো বাসা দিয়ে আমার জন্য রেধেছো, কত কষ্ট করে আমার শার্ট ধুয়েছো আর আমি যদি বলি ” ধুর কি ধুয়েছো সবাই আমায় নিয়ে হাসাহাসি করেছে বা ধুর কোন কচু রেধেছো খাওয়াই যাচ্ছে না ” তাহলে তুমি কষ্ট পাবে আর পরের দিন কাজগুলো করবে হয়তো ভয়ে ভয়ে এই বুঝি লবন বেশি হলো বা এই বুঝি শার্টে ময়লা বেশি থেকে গেলো ভেবে। কিন্তু না,আমি চাই তুমি ভালো বেসে সবটা করো সে যেমনই হোক বুঝলে আমার মিষ্টি 😗 😗
__ 😢 😢 😢
.
.
.
শুভ্রতা ভাবে সে আছে বিশাল প্রাসাদে রানী হয়ে,
সে আছে শুভ্রর ভালোবাসার মন্দিরে প্রতিমা হয়ে,
আর কি চাই তার……
.
.
.
লেখক:গাজী ফারজানা মুন্নী (মৃন্ময়ী শুভ্রতা)

(Visited ৪৬৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত