চট্টগ্রামে তিনদিনের বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচ শেষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল সিলেট এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাসাকাদজা-টেলররা।
৩ নভেম্বর শুরু বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এই টেস্টের মাধ্যমে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় সরাসরি হোটেলে নিয়ে যাওয়া জিম্বাবুয়ে দলকে। ভ্রমণক্লান্তির কারণে আজ তারা অনুশীলন করেনি। সফরকারি দল শুক্রবার অনুশীলন করবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
এর আগে ৩০ অক্টোবর সিলেট এসে পৌঁছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুশীলনও করেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
(Visited ২ times, ১ visits today)