বর্তমানে ইন্টারনেট ছাড়া কিছু ভাবা যায় না। ইন্টারনেট এমনভাবে আমাদের সঙ্গে জড়িয়ে গিয়েছে তা থেকে বেড়িয়ে আশাও মুস্কিল। এর মাধ্যমে আবিষ্কার হচ্ছে নানা ধরণের টেকনোলজি। যার অন্যতম হল ওয়াই-ফাই।
একসঙ্গে অনেকে ইন্টারনেটের জগতে ঢুকে যেতে পারবেন, শুধু তাই নয় একটা নিদির্ষ্ট এলাকাজুড়ে নিমেষেই ছড়িয়ে পরবে ইন্টারনেট কানেকশান। ওয়াই-ফাই-এর তো এটাই কাজ। কিন্তু আপনি কি জানেন ওয়াই-ফাই এর রেডিয়েশন কতটা ক্ষতি করছে শরীরের। এর থেকে পারে নানা জটিল রোগ।
কিছু নিয়ম মেনে তবেই ওয়াই-ফাই রাউটার বানানোর কথা। কিন্তু সেসব কেয়ার না করে করে রাউটার সংস্থাগুলো অল্প দামের ডিভাইস দিয়ে রাউটার বানায়। যার ফলে নেগেটিভ প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। ওয়াই-ফাই সিগনাল নানা ভাবে আমাদের শরীরকে খারাপ করে দেয়।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে রাউটারের কারণে প্রাপ্তবয়স্কদের শারীরিক ক্ষতি তো হয়ই, সেই সঙ্গে বাচ্চাদের বৃদ্ধিও অনেক সমস্যা দেখা দেয়।