বৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নতুন ঘর নির্মান কাজের উদ্বোধন

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১, ২০১৮ ৭:২৮ অপরাহ্ণ

শামীম আহমেদ॥ যার জমি আছে; ঘর নেই, এমন গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নে নেমেছে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস নিজ তত্ববধানে উপজেলা পরিষদ চত্তরে গৃহ নির্মানের জন্য ঢালাই পিলার নির্মান কাজের উদ্বোধন করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহনির্মানের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে দু’টি করে মোট ৯০টি এবং প্রধানমন্ত্রীর শুপারিশে ১টিসহ মোট ৯১টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মান করে দিচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯১টি গৃহহীন পরিবারকে বসবাসের জন্য একটি করে ঘর নির্মান করে দেয়া হবে। চৌচালা টিনের মূল ঘরসহ খোলা বারান্দার নতুন পাকা ঘর বাবদ বরাদ্দ রয়েছে ১লাখ টাকা।

 

নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস আরও জানান, যার জমি আছে ঘর নেই; তার নিজ জমিতে এই প্রকল্পের গৃহ নির্মান করা হবে। তিনি নীতিমালার কথা উল্লেখ করে বলেন, যার এক থেকে দশ শতক জমি রয়েছে কিন্তু বসবাসের ঘর নেই এমন ব্যক্তি বা ঘর আছে কিন্তু বসবাসের অনুপযোগী এমন দরিদ্র ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর এই প্রকল্পের নতুন ঘর পাবেন। রড-সিমেন্টের নির্মিত খুঁটি, টিনের বেড়া, পাকা মেঁঝের ঘর নির্মান কাজের তদারকি করবেন ইউএনও নিজেই।

এজন্য প্রকল্প বাস্তবায়নের জন্য গৃহহীনদের পূর্বে তৈরী করা তালিকা থেকে প্রতি ওয়ার্ডে দু’টি করে দরিদ্র পরিবার নির্বাচন করা হয়েছে। পূর্বের করা তালিকা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সর্বোপরী স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র শুপারিশ ক্রমে গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি